What is Photosynthesis? Learn about the process that powers most life on Earth.

Date: 30/06/2022
বৃক্ষ শুধুমাত্র পরিবেশের বন্ধু নয়, পরিবেশের প্রাণও। পরিবেশ-প্রকৃতিকে সুন্দর করে বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষের অবদানকে অস্বীকার করার উপায় নেই। সৃষ্টির বুকে প্রাণিকুলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সব থেকে বড় সাহায্যকারী। বৃক্ষ না থাকলে পৃথিবীর মানব জাতির অস্তিত্ত্বই বিলীন হয়ে পড়ত। মানুষ ও অন্যান্য প্রাণী বৃক্ষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভশীল।
বৃক্ষের প্রয়োজনীতা জন্যই “রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব” গত তিন বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী অঞ্চলে বৃক্ষ রোপন করে আসছে।
তারই ধারাবাহিকতায়, “রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব” আয়োজন করতে যাচ্ছে, “বৃক্ষ রোপন কর্মসূচি- ২০২২”।
আপনিও যদি বৃক্ষরোপণের সাথে যুক্ত হতে তাহলে যোগাযোগ করতে পারেন।
প্রোগ্রামের নাম :
বৃক্ষ রোপন কর্মসূচি-২০২২
স্লোগান: “বৃক্ষরোপণ করি, সমৃদ্ধ পরিবেশ গড়ি “
ঠিকানা :
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহী অঞ্চল
তারিখঃ ৩০ জুন থেকে ৫ জুলাই
সময়ঃ সকাল ১০.০০ ঘটিকা
0 Comments