Webinar on Muslin: Reviving the Technology of Muslin Yarn and Fabrics (The Golden Heritage of Bangladesh Project)

by | Sep 12, 2021 | Events | 1 comment

বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিনের ইতিহাস আমাদের সকলেরই জানা আছে। মসলিনের ইতিহাসের সাথে জড়িয়ে আছে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও বহু গল্প৷ কখনো নিজ চোখে না দেখলেও সেই গল্প বাংলার প্রতিটি মানুষের মুখে মুখে। সেই মসলিন যে আবারও বাংলায় ফিরে আসবে সেটা হয়তো আমরা কখনো ভাবতেও পারিনি। সেই অসাধ্যকে সাধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. মনজুর হোসেন এবং তার সহযোগীরা।বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার উদ্যোগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. মনজুর হোসেন সহ সাত সদস্যের একটি টিম করা হয়। বেশ কয়েক বছরের অক্লান্ত পরিশ্রম আর গবেষণার ফসল হিসেবে আমাদের দেশে সেই মসলিনের আবারও পুনর্জন্ম হয়েছে।মসলিনের পুনর্জন্ম সম্পর্কে বিস্তারিত জানতে ও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজন করেছেঃ Webinar on Muslin: Reviving the Technology of Muslin Yarn and Fabrics (The Golden Heritage of Bangladesh Project)

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেনঃ
প্রফেসর ড. এম. মনজুর হোসেন
প্রধান বৈজ্ঞানিক,
সভাপতি, উদ্ভিদবিজ্ঞান বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
10 Minutes QUIZ:
সম্পূর্ণ সেশনের উপর থাকবে ১০ মিনিটের কুইজ। ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে যার মান ১৫। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৩জনকে প্রদান করা হবে মোবাইল রিচার্জ।
আর অংশগ্রহণকারী সকলেই পাবেন ই-সার্টিফিকেট।
এতোকিছু পাচ্ছেন কোন রেজিষ্ট্রেশন ফি ছাড়াই, তাহলে আর দেরি কেন, এখুনি রেজিষ্ট্রেশন করে ফেলুন।
অনুষ্ঠানের সময়সূচিঃ
তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২১
সময়ঃ রাত ০৮ঃ০০ টা
ভেন্যুঃ ZOOM
রেজিষ্ট্রেশনের শেষ সময়ঃ ১৫ সেপ্টেম্বর দুপুর ১১.৫৯ মিনিট।
রেজিষ্ট্রেশন ফিঃ সম্পূর্ণ ফ্রি
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
+880 1759-265914 (সভাপতি)
+880 1709-366044 (কনভেনর)

CLICK HERE FOR QUIZ RESULT

1 Comment

  1. Zinya

    Nice initiative. Happy to become a part of this wonderful work.?

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Welcome to the webpage of Rajshahi University Science Club (RUSC). To know more about it click here.