রাবি ভিসির সাথে সায়েন্স ক্লাব প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

by | Aug 11, 2021 | News

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সদস্যরা আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) সুলতান উল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো এবং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জহুরুল ইসলাম মুন, সাবেক সভাপতি আহসান হাবিব, আজীবন সদস্য সোহানুর রহমান, সাবেক রিসার্চ সেক্রেটারি রুহুল আমিন, সাবেক সহ-সভাপতি সৌরভ পাল, বর্তমান সভাপতি মোঃ ইসতেহার আলী এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত সাক্ষাৎকারে “জীবনের আমন্ত্রণে, এসো মিলি প্রাণের উৎসবে” এই স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত “আরইউএসসি জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২১” অনুষ্ঠানের উদ্বোধক উপচার্য ড. মোঃ সুলতান উল ইসলামকে সায়েন্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন জহুরুল ইসলাম মুন।

এছাড়াও প্রায় একঘন্টাব্যাপী আলোচনায় সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান যেমন, বার্ষিক আরইউএসসি জাতীয় সায়েন্স ফিয়েস্টা , বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড , পপুলার সায়েন্স টক উইথ আরইউএসসি সেমিনার, বার্ষিক ম্যাগাজিন, সায়েন্স শো, বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদির কথা উঠে আসে।মাননীয় ভিসি (রুটিন দায়িত্ব) স্যার এই ব্যাপারে সার্বিক সহায়তা করবে বলে আশ্বস্ত করেছেন।

0 Comments

Welcome to the webpage of Rajshahi University Science Club (RUSC). To know more about it click here.