সেরা ক্লাব এওয়ার্ডে পুরস্কৃত হলো রাবি সায়েন্স ক্লাব

by | Jul 30, 2023 | News | 0 comments

Rajshahi University (RU) Science Club has been awarded as the best club

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০টি ক্লাবের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব সেরা ক্লাব হিসেবে পুরস্কৃত হয়েছে। শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সেরা ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে।

আয়োজকরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব একটি অলাভজনক বিজ্ঞানপ্রেমী সংগঠন। বিজ্ঞানচর্চা চলমান রাখার উদ্দেশ্যে রাবি সায়েন্স ক্লাব ধারাবাহিকভাবে বিজ্ঞানমেলা, ওয়ার্কশপসহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করে আসছে সৃষ্টিলগ্ন থেকে। এরই ধারাবাহিকতায় রাবি সায়েন্স ক্লাব সেরা ক্লাব অ্যাওয়ার্ড অর্জন করে।

তারা আরও জানান, ওয়াইসিআই (ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট) লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য ৩০০টি বিশ্ববিদ্যালয় ক্লাব নমিনেশন জমা দেওয়ার পর ভিডিও প্রেজেন্টেশন, অনলাইন ভোটিং এবং সর্বশেষ জুরি বোর্ডের সামনে ভাইভা প্রদানের পর সেরা ২৫টি বিশ্ববিদ্যালয় ক্লাবের মধ্যে স্থান করে নেয় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)’ এবং সর্বশেষে সেরা ক্লাব হিসেবে ১৫টি ক্লাবের মাঝে স্থান পায়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সায়েন্স ক্লাবের হাতে তিনি অ্যাওয়ার্ড তুলে দেন। উল্লেখ্য, উক্ত অ্যাওয়ার্ডে সেরা ক্লাব হিসেবে ১৫টি ক্লাব ভূষিত হয়।

অ্যাওয়ার্ড গ্রহণের সময় আরও উপস্থিত উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি মো. আব্দুল লতিফ, সহ-সভাপতি নাজনীন আরা নিশু ও কারিমা খাতুন, সাধারন সম্পাদক মাসুদ, কোষাধ্যক্ষ শেখ সৈকত এবং সায়েন্স ফ্যান সম্পাদক মোঃ শরীফুর রহমান ৷

ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, প্রায় ৩ মাস ধরে এই অ্যাওয়ার্ডটার জন্য কাজ করেছি। ভোটিং, প্রেজেন্টেশনসহ নানা অ্যাক্টিভিটিজের মাধ্যমে আমরা রাবি সায়েন্স ক্লাবকে পুরো দেশের তুলে ধরেছি। প্রায় ৫ হাজার ভোট পেয়ে ভোটিংয়ে সর্বোচ্চ ভোট পাওয়ার মাধ্যমে এই যাত্রার শুরু। আজ অ্যাওয়ার্ড পাওয়ার মধ্যে দিয়ে সেই যাত্রার শেষ হলো। ৩০০ ক্লাবের মধ্যে প্রাথমিক সিলেকশন, টপ ৪০ এ আসা, টপ ২৫ এ আসা, এভাবে প্রতিবার ধাপে ধাপে বিজয়ী হয়ে আসার অনুভূতি বলে ব্যক্ত করার মতো নয়। ‘হুররে’ বলে ওঠার অনুভূতির মতো। ধন্যবাদ জানাতে চাই প্রতিটি শুভাকাঙ্ক্ষীকে, ক্লাব সদস্যকে এবং ব্যক্তি জীবনের মানুষগুলোকে। সামনের দিনগুলোতে আরো অ্যাক্টিভিটিজের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই রাবি সায়েন্স ক্লাবকে।

প্রসঙ্গত, বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এর পথচলা শুরু হয় ২০১৫ সালে।

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *