রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ৬ষ্ঠ বারের মতো আয়োজন করতে যাচ্ছে বিশ্ব ডিএনএ দিবস (World DNA Day)। একবিংশ শতাব্দীতে বিজ্ঞান যেন ছুটে চলেছে এক দুরন্ত গতিতে। বিজ্ঞান যেমন নতুন জ্ঞান এর আবিষ্কার করে মানব সভ্যতার বিকাশের জন্য, ঠিক তেমনি বিজ্ঞানের হাত ধরেই এসেছে দেশের তথা জাতির উন্নতির ধারা। ২৫ শে এপ্রিল, ১৯৫৩ সালে জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক, মরিস উইলকিনস এবং রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন দ্বৈত হেলিক্স ডিএনএ আবিষ্কার করেছিলেন। তাদের এই আবিষ্কারে পৃথিবীতে নাটকীয়ভাবে উন্নত হ’ল মেডিসিন, ফরেনসিক এবং কৃষি ক্ষাত। প্রাথমিক রোগ নির্ণয়েও সক্ষম করেছে তাদের এই আবিস্কার, বিজ্ঞানে সেই ডিএনএ এর অবদান তুলে ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই অনেক উৎসবমুখর পরিবেশে পালন করে আসছে এই দিবসটি । তবে এ বছর সারাদেশ করোনা মহামারির কারনে লকডাউন থাকায় ভার্চুয়ালি দিবসটি পালন করার সিদ্ধান্ত নিয়েছে সায়েন্স ক্লাব এবং বিজ্ঞানপ্রেমীদের জন্য একটি বিশেষ সুযোগ করে দেয়া হচ্ছে, যেখানে তারা ফ্রিতেই আমাদের ভার্চুয়াল সেমিনারে অংশগ্রহণ করতে পারবে।
বিশ্ব ডিএনএ দিবস (World DNA Day) প্রোগ্রাম সিডিউল
২৫ এপ্রিল, দুপুর ০২: ০০ টা থেকেসেমিনারে অংশগ্রহণ করতে ফর্মটি পূরন করুন।
রেজিষ্ট্রেশন ফিঃ Free
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/Z1VhCTQzG5gXcVJk7
রেজিস্ট্রেশানের শেষ তারিখঃ ২৪ এপ্রিল ২০২১।
*পর্যাপ্ত অংশগ্রহণকারী হয়ে গেলে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া পূর্বেই বন্ধ করে দেয়ার অধিকার রাখে ক্লাব.রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন,
কনভেনর,
মোঃ আব্দুল লতিফ (দপ্তর সম্পাদক)
মোবাঃ 01916503270 ।
যোগাযোগঃ
01936978754( প্রেসিডেন্ট)
01759265914(সাধারণ সম্পাদক)
01723273021(অফিস)
বিস্তারিত যে কোন তথ্যের জন্য ভিজিট করুণ আমাদের ওয়েবসাইট rusc.org.bd
World DNA Day Celebration 2021

0 Comments