আমাদের অস্তিত্ব জৈবসামাজিক এবং আমাদের পরিমন্ডল জীবজগত থেকে অবিচ্ছিন্ন। জীবজগত এবং জৈবনিক প্রপঞ্চ সম্পর্কে গভীর জ্ঞান এবং পরিণত উপলব্ধি তাই আধুনিক মানুষের পূর্ণাঙ্গতার অপরিহার্য ভিত্তি। জীব এবং জৈবনিক প্রক্রিয়া সম্পর্কে উন্নত এবং স্পষ্ট ধারণা, প্রকৃতিকে ব্যাখ্যা করা, প্রকৃতির নিয়মকে জেনে সমাজের প্রয়োজনে তা কাজে লাগানো এবং সর্বোপরি প্রকৃতির সাথে স্বাস্থ্যকর সহাবস্থানের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি তৈরী করে থাকে। শৈশব থেকেই শুরু হওয়া উচিৎ আমাদের এই অন্তর্দৃষ্টি গড়ে তোলার প্রচেষ্টা। বলা বাহুল্য আমাদের প্রচলিত শিক্ষা-ব্যবস্থা বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সেই অন্তর্দৃষ্টি গড়ে তোলার জন্যে যথেষ্ট নয়। তাই উপরোক্ত লক্ষ্য অর্জনের জন্যে প্রচলিত শিক্ষার বাইরে শিক্ষার্থীদের অনুসন্ধিৎসাকে জীবজগতের বিস্তৃত পরিমন্ডলে নিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং কার্যকর একটি পদ্ধতি হল সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগিতামূলক জ্ঞানচর্চা।
সেই উদ্দেশ্যকে সামনে রেখে “জীবনের আমন্ত্রণে, এসো মিলি প্রাণের উৎসবে” শ্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় ক্লাব ১ম বারের মত আয়োজন করতে যাচ্ছে “আরইউএসসি জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২১”
উৎসবে যা যা থাকছে-
১। বায়োলজি অলিম্পিয়াড
তিনটি ক্যাটাগরিতে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে।
জুনিয়র ক্যাটাগরিঃ ৭ম-দশম শ্রেণি বা সমমান
সেকেন্ডারি ক্যাটাগরিঃ একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমান
ভার্সিটি বা সিনিয়র ক্যাটাগরিঃ অনার্স/মাস্টার্স বা সমমান
*সকল প্রশ্ন একাডেমিক পাঠ্যপুস্তক এবং দৈন্দদিন জীববিজ্ঞান থেকে হবে।
প্রত্যেক ক্যাটাগরির জন্য প্রশ্ন থাকবে ৫০টি করে যার মান ৫০ এবং সময় {২০মিনিট+ ২মিনিট (ব্যক্তিগত তথ্য পূরণের জন্য)}
নির্বাচন পদ্ধতিঃ প্রত্যেক ক্যটাগরি থেকে সর্বোচ্চ মার্ক্স এর ভিত্তিতে ৩জন করে মোট ৯ জনকে বিজয়ী করা হবে।
পুরস্কারঃ প্রত্যেক ক্যাটাগরি থেকে ৩জন করে পাবেন-
চ্যাম্পিয়নঃ আকর্ষণীয় প্রাইজ মানি+ক্রেস্ট+টি-শার্ট+সার্টিফিকেট
১ম রানার’স আপঃ বিজ্ঞান বিষয়ক বই+ক্রেস্ট+টি-শার্ট+সার্টিফিকেট
২য় রানার’স আপঃ বিজ্ঞান বিষয়ক বই+ক্রেস্ট+টি-শার্ট+সার্টিফিকেট
রেজিস্ট্রেশন ফিসঃ
জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরিঃ ৫০/= টাকা মাত্র
ভার্সিটি বা সিনিয়র ক্যাটাগরিঃ ১০০/= টাকা মাত্র
রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ বিকাশ/নগদ/রকেট একাউন্টের মাধ্যমে ৫০.০০+ (৫.০০ চার্জ)/ ১০০.০০+ (৫.০০ চার্জ) পেমেন্ট করতে হবে। পেমেন্ট পরবর্তী প্রাপ্ত এসএমএস এর ট্রানজ্যাকশন নাম্বার (TrxID) দিয়ে নিচে প্রদত্ত লিংকে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। ট্রানজ্যাকশন নাম্বার (TrxID) ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে না।
বিকাশ/নগদ/রকেট একাউন্ট নাম্বারঃ (***)
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ
A great initiative
Nothing
Interested
I want to know more about your competition
Registration ar kotokhonar modha email daoa hoba?
You will get an email tonight.
Kivabe bujhbo registration complete hoyase?
You will get an e-mail with the program link.
Done
Do i have to stay connected through facebook to give the competition or I get notified through Email?
We will notify you via mail and SMS.
In the above given bikash number I can’t make payment. Whenever I tried to payment it shows payment is not possible in this number. What should I do now?
Please try again, 01759265914 (bKash)
I am also facing this problem. What should I do now.Is that bkask no. is correct??
Please contact at this number: 01759265914
Ami registration form fill up korechi, kintu kono e-mail pai ni.
We confirmed you via SMS. Soon you will get an e-mail.
I can’t receive any tnxId.
Now what can I do to attend this event???
Please contact at this number: 01759265914
How and when will the exam (Olympiad) held?
আমাদের বায়োলজি অলিম্পিয়াডের পরীক্ষা শুরু হবে ২৭ তারিখ দুপুর ২.০০ টা থেকে। অলিম্পিয়াডে অংশ গ্রহনকারী প্রত্যেককে আজ সন্ধ্যা ৬ টার মধ্যে মেসেজের মাধ্যমে পরীক্ষার প্রয়োজনীয় তথ্য প্রদান করা হবে।
পরীক্ষার তারিখঃ ২৭ই জুলাই ২০২১
পরীক্ষার সময়ঃ দুপুর ২.০০ টা
পরীক্ষার স্থানঃ গুগল ফর্ম
প্রশ্ন সংখ্যাঃ ৫০ টি
মানঃ ৫০
সময়ঃ জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরি ৩০ মিনিট। সিনিয়র বা ভার্সিটি ক্যাটাগরি ৪০ মিনিট।
পরীক্ষার লিংকঃ পরীক্ষা শুরুর ১০ মিনিট পূর্বে সরবরাহ করা হবে।
পরীক্ষার সময়ে একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরীর পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ২০+২=২২ মিনিট এর পরিবর্তে ৩০ মিনিট এবং সিনিয়র বা ভার্সিটি ক্যাটাগরীর পরীক্ষার্থীদের জন্য ২০+২= ২২ মিনিটের পরিবর্তে ৪০ মিনিট করা হয়েছে।
জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির প্রশ্নে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনই থাকবে।
ভার্সিটি বা সিনিয়র ক্যাটাগরির প্রশ্ন শুধুমাত্র ইংরেজি ভার্সনে থাকবে।
এ ছাড়া বাকি প্রয়োজনীয় দিকনির্দেশনা পরীক্ষার দিন দেওয়া হবে।।
Olympiad koytay shuru hobe?
আমাদের বায়োলজি অলিম্পিয়াডের পরীক্ষা শুরু হবে ২৭ তারিখ দুপুর ২.০০ টা থেকে। অলিম্পিয়াডে অংশ গ্রহনকারী প্রত্যেককে আজ সন্ধ্যা ৬ টার মধ্যে মেসেজের মাধ্যমে পরীক্ষার প্রয়োজনীয় তথ্য প্রদান করা হবে।
পরীক্ষার তারিখঃ ২৭ই জুলাই ২০২১
পরীক্ষার সময়ঃ দুপুর ২.০০ টা
পরীক্ষার স্থানঃ গুগল ফর্ম
প্রশ্ন সংখ্যাঃ ৫০ টি
মানঃ ৫০
সময়ঃ জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরি ৩০ মিনিট। সিনিয়র বা ভার্সিটি ক্যাটাগরি ৪০ মিনিট।
পরীক্ষার লিংকঃ পরীক্ষা শুরুর ১০ মিনিট পূর্বে সরবরাহ করা হবে।
পরীক্ষার সময়ে একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরীর পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ২০+২=২২ মিনিট এর পরিবর্তে ৩০ মিনিট এবং সিনিয়র বা ভার্সিটি ক্যাটাগরীর পরীক্ষার্থীদের জন্য ২০+২= ২২ মিনিটের পরিবর্তে ৪০ মিনিট করা হয়েছে।
জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির প্রশ্নে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনই থাকবে।
ভার্সিটি বা সিনিয়র ক্যাটাগরির প্রশ্ন শুধুমাত্র ইংরেজি ভার্সনে থাকবে।
এ ছাড়া বাকি প্রয়োজনীয় দিকনির্দেশনা পরীক্ষার দিন দেওয়া হবে।।
I can’t find the link for editing registration.
Please, give us the info you want to change and your e-mail address.
Quiz er jonno ki team create kora lagbe.Please,reply me.
No, it will be an individual exam.
Is it a mcq based question or fill in the blanks type?…. If you please reply quickly it will greatly help me now at this moment…….
MCQ based
If i make any mistake…then will i be able to see rhe correct answer after submitting?
No, we will only release the marks on our website.
intermediate er syllabus ki?only zoology nki botany shoho
Both.