রাবি সায়েন্স ক্লাবের সভাপতি সৈকত, সা. সম্পাদক স্বপন

by | Feb 2, 2025 | News | 0 comments

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শেখ সৈকতকে সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবি উস সানি স্বপনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ৮ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খালিদ মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবু জুবায়ের, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আরিফা খাতুন, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আশিক, দপ্তর সম্পাদক আবিদ হাসান।

এদিকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য স্থায়ী কমিটির পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়।

নবনির্বাচিত সভাপতি শেখ সৈকত বলেন, ২০১৫ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানের প্রচার, প্রসার ও গবেষণায় অনুপ্রেরণা জোগাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করি নতুন কমিটি এই ধারাবাহিকতা বজায় রাখবে। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, সায়েন্স ক্লাব বিজ্ঞান প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন দিবস পালন, কুইজ, সেমিনার, কনফারেন্স, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Welcome to the webpage of Rajshahi University Science Club (RUSC). To know more about it click here.