RUSC Environment Camp 2024

01 June 2024

তরুণ প্রজন্মকে পরিবেশ ও জলবায়ু সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আগামী ১ জুন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে RUSC Environment Camp 2024। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ইন্জিনিয়ারিং ফ্যাকাল্টি গ্যালারিতে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।

যা যা থাকছেঃ

1. Workshop on Environmental Awareness: বিভিন্ন পরিবেশগত বিষয় যেমন জীববৈচিত্র্য, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য শক্তি এবং বিশুদ্ধ পানি সংরক্ষণে ইন্টারেক্টিভ ওয়ার্কশপ এবং কার্যক্রম।

2. Environment Olympiad: জুনিয়র(ক্লাস ৬-৮), সিনিয়র (ক্লাস ৯-১২) এবং বিশ্ববিদ্যালয় এই তিনটি ক্যাটাগরিতে ইনভায়রনমেন্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। প্রতিটি ক্যাটাগরিতে সেরা ৩ জন পাবেন আকর্ষণীয় ক্রেস্ট, সার্টিফিকেট সহ ক্লাবের পক্ষ আকর্ষণীয় পুরষ্কার। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট এবং গিফট ব্যাগ থাকছে।

Category:
  • Junior – Class (06- 08)
  • Senior – Class (09 – 12)

3. Quiz Competition: শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে অনলাইন ভিত্তিক কুইজ আয়োজন করা হবে। অংশগ্রহণকারীরা নিজস্ব মোবাইল ফোন ব্যবহার করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এক্ষেত্রে একজন সর্বোচ্চ সঠিক এবং দ্রুততম উত্তর প্রদানকারী স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন।

Category:
  • University Category

এছাড়াও অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দ এই ক্যাম্পে বক্তৃতা প্রদান করবেন এবং প্রতিটি শিক্ষার্থীকে ১ টি করে ফলজ কিংবা ঔষধি গুণসম্পন্ন গাছ প্রদান করা হবে নিজস্ব বাসস্থানের আশেপাশে রোপণ করার জন্য।

সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ক্যাম্পটি শেষে আকাশ পরিষ্কার থাকার শর্তে মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্পও থাকবে। যাতে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ করা যাবে। এই ক্যাম্পটির স্থান পরবর্তীতে জানানো হবে।

Key Details

  • Date: June 1, 2024
  • Venue: Engineering Faculty Gallery, DR. M A Wazed Miah Academic Building-University Of Rajshahi
  • Registration fee: 
    1. Junior & Senior Category (Only Olympiad): 30 TK
    2. University Category (Olympiad & Quiz): 50 TK
  • Registration Deadline: 30 May

Contact Information:

Convener

Md. Rabi Us Sani Shapon Organizing Secretary Phone no: +8801780844819 Email: shapon.russ123@gmail.com

President

Masud Phone No: +8801976961162 Email: masud.rueee@gmail.com

General Secretary

Sheikh Soikot Phone No: +8801783675702 Email: sheikhsoikot555@gmail.com

Registration Process

Registration Deadline

Day(s)

:

Hour(s)

:

Minute(s)

:

Second(s)

After selecting your category from below, click the “Proceed to Submission” button. It will take you to the submission page. Submit the required information by clicking the “Submit” button.  

This product is currently out of stock and unavailable.