RUSC Picnic 2024

RAJSHAHI UNIVERSITY SCIENCE CLUB

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে,আগামী ৫ ডিসেম্বর "রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব" কর্তৃক ক্লাবের সদস্যদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করতে যাচ্ছে। সকলের সম্মতিক্রমে পিকনিকের স্থান নির্ধারিত হয়েছে "নাটোর গ্রিন ভ্যালি পার্ক"। ক্লাবের সদস্যদের ব্যাপক ব্যস্ততম সময় পার করার পরে সবাই মিলে আনন্দ করার উদ্দেশ্যে এই আয়োজন। আমরা সকাল ৭ঃ০০ঘটিকাতে গ্রিন ভ্যালির উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করব। তারপর সেখানে আনন্দ উল্লাস করে বিকাল পাঁচটার দিকে ক্যাম্পাসের দিকে রওনা হবো। উক্ত পিকনিকে অংশগ্রহণের ক্ষেত্রে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের জন্য ৫৫০ টাকা এবং এলামনায় সদস্যদের জন্য ১০০০ টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে। যেটি অনলাইন রেজিস্ট্রেশন এবং অফলাইনেও সরাসরি প্রদান করা যাবে। উক্ত প্রোগ্রামে ক্লাবের সকল সদস্য সাদরে আমন্ত্রিত।

বিদ্রঃ রেজিষ্ট্রেশনে শেষ তারিখ ৩ ডিসেম্বর। অনলাইন পেমেন্টে ক্যাশআউট চার্জ প্রযোজ্য।

Contact Information

Masud
President
Rajshahi University Science Club
Mob: +8801976961162
E-mail: masud.rueee@gmail.com

Sheikh Soikot
General Secretary
Rajshahi University Science Club
Mob: +8801783675702
E-mail: sheikhsoikot555@gmail.com

Registration Process

After selecting your category from below, click the “Proceed to Submission” button. It will take you to the submission page. Submit the required information by clicking the “Submit” button.