Fund Raise For Alif
RAJSHAHI UNIVERSITY SCIENCE CLUB
মোঃ আরাফাত হোসাইন আলিফ
পদার্থবিজ্ঞান বিভাগ ২২-২৩ সেশন(Organizer RUSC)
৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে দুপুর ১ টার দিকে সাইকেল করে যাওয়ার পথে এক্সিডেন্ট করে মাথায় আঘাত পায়।
পরে তাকে রাজশাহী মেডিকেলে ICU তে ভর্তি করা হয়। তারপর সিটিস্ক্যান করে মাথায় internal bleeding হয়েছে ২ জায়গায় এমন তথ্য পাওয়া যায়। কন্ডিশন খারাপ হওয়ায় তাকে এয়ার এম্বুলেন্স এ করে ঢাকায় নিয়ে আসার পর বিমানবন্দর থেকে সরাসরি আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস এন্ড হসপিটাল এ নিয়ে আসা হয় । সেখানে তার প্রথম অপারেশন হয়।গত ১৯ সেপ্টেম্বর আবার পরিক্ষা-নীরিক্ষা করে দেখা যায় তার আবার ব্রেনে ফ্লুইড জমা হয়েছে ।তাই আলিফের খুব শীঘ্রই আরেকটি সার্জারি করতে হবে। অপারেশন এর জন্য ৫ লক্ষ্য টাকা প্রয়োজন। যা তার পরিবারের একার পক্ষে মেনেজ করা কষ্টসাধ্য।
৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে দুপুর ১ টার দিকে সাইকেল করে যাওয়ার পথে এক্সিডেন্ট করে মাথায় আঘাত পায়।
পরে তাকে রাজশাহী মেডিকেলে ICU তে ভর্তি করা হয়। তারপর সিটিস্ক্যান করে মাথায় internal bleeding হয়েছে ২ জায়গায় এমন তথ্য পাওয়া যায়। কন্ডিশন খারাপ হওয়ায় তাকে এয়ার এম্বুলেন্স এ করে ঢাকায় নিয়ে আসার পর বিমানবন্দর থেকে সরাসরি আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস এন্ড হসপিটাল এ নিয়ে আসা হয় । সেখানে তার প্রথম অপারেশন হয়।গত ১৯ সেপ্টেম্বর আবার পরিক্ষা-নীরিক্ষা করে দেখা যায় তার আবার ব্রেনে ফ্লুইড জমা হয়েছে ।তাই আলিফের খুব শীঘ্রই আরেকটি সার্জারি করতে হবে। অপারেশন এর জন্য ৫ লক্ষ্য টাকা প্রয়োজন। যা তার পরিবারের একার পক্ষে মেনেজ করা কষ্টসাধ্য।
অপারেশনের স্থান : পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, ২ নম্বর ধানমন্ডি, ঢাকা।
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আমরা যে যেটুকু পারি আমাদের ক্লাবের ছোট ভাইটার জন্য ডোনেট করি, আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব। আমাদের ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। Please donate for our Alif, every single penny of your donation counts.
Contact Information
Sheikh Soikot
President
Rajshahi University Science Club
Mob: +8801783675702
E-mail: soikot.pharm30@gmail.com
Md Rabi Us Sani Shapon
General Secretary
Rajshahi University Science Club
Mob: +8801780844819
E-mail: shapon.russ123@gmail.com
Convenor
Md. Adnan Sadique Kowshik
Joint General Secretary
Rajshahi University Science Club
Mob: +8801723364939
E-mail: adnan.kowshik@gmail.com
Registration Process
After selecting your category from below, click the “Proceed to Submission” button. It will take you to the submission page. Submit the required information by clicking the “Submit” button.