আমাদের অস্তিত্ব জৈবসামাজিক এবং আমাদের পরিমন্ডল জীবজগত থেকে অবিচ্ছিন্ন। জীবজগত এবং জৈবনিক প্রপঞ্চ সম্পর্কে গভীর জ্ঞান এবং পরিণত উপলব্ধি তাই আধুনিক মানুষের পূর্ণাঙ্গতার অপরিহার্য ভিত্তি। জীব এবং জৈবনিক প্রক্রিয়া সম্পর্কে উন্নত এবং স্পষ্ট ধারণা, প্রকৃতিকে ব্যাখ্যা করা, প্রকৃতির নিয়মকে জেনে সমাজের প্রয়োজনে তা কাজে লাগানো এবং সর্বোপরি প্রকৃতির সাথে স্বাস্থ্যকর সহাবস্থানের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি তৈরী করে থাকে। শৈশব থেকেই শুরু হওয়া উচিৎ আমাদের এই অন্তর্দৃষ্টি গড়ে তোলার প্রচেষ্টা। বলা বাহুল্য আমাদের প্রচলিত শিক্ষা-ব্যবস্থা বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সেই অন্তর্দৃষ্টি গড়ে তোলার জন্যে যথেষ্ট নয়। তাই উপরোক্ত লক্ষ্য অর্জনের জন্যে প্রচলিত শিক্ষার বাইরে শিক্ষার্থীদের অনুসন্ধিৎসাকে জীবজগতের বিস্তৃত পরিমন্ডলে নিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং কার্যকর একটি পদ্ধতি হল সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগিতামূলক জ্ঞানচর্চা।

সেই উদ্দেশ্যকে সামনে রেখে “জীবনের আমন্ত্রণে, এসো মিলি প্রাণের উৎসবে” শ্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ১ম বারের মত আয়োজন করতে যাচ্ছে “আরইউএসসি জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২১”

উৎসবে যা যা থাকছে-
১। বায়োলজি অলিম্পিয়াড

২। বিতর্ক প্রতিযোগিতা

REGISTRATION FORM