রাবি সায়েন্স ক্লাবের কার্যক্রম পরিদর্শনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দুই সদস্যের প্রতিনিধি দল

by | Apr 24, 2025 | News | 0 comments

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব-এর (আরইউসসি) কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়নের উদ্দেশ্যে ক্লাবের অফিস পরিদর্শন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দুই সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় পর্যায়ে বিজ্ঞানমনস্কতা বিকাশে সংগঠনটির অবদান পর্যবেক্ষণ করতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘের কিউরেটর মো. তৌহিদুল হাসান এবং অফিস সহায়ক মো. জাহিদুল ইসলাম এই পরিদর্শনে আসেন।

প্রতিনিধিরা জানান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সঙ্গে যৌথভাবে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করতে আগ্রহী। এ ছাড়া ক্লাবের চলমান প্রকল্প, গবেষণা উদ্যোগ এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে অব্যাহত কার্যক্রম দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের সময় প্রতিনিধি দল ক্লাব সদস্যদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে বিজ্ঞান জনপ্রিয়করণ, প্রযুক্তি উদ্ভাবন এবং শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ক্লাবের সভাপতি শেখ সৈকত বলেন, ‘জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠানের এই আগ্রহ আমাদের জন্য সম্মানজনক ও অনুপ্রেরণাদায়ক। আমরা এই সম্পর্ককে আরও ফলপ্রসূ করতে কাজ করে যাব।’

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Welcome to the webpage of Rajshahi University Science Club (RUSC). To know more about it click here.