বিজ্ঞানমনস্ক জাতি গঠনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। মানুষের সৃজনশীলতা বিকাশ, মনন ও জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার এক অনন্য হাতিয়ার হচ্ছে বই। তাই বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে বইবিমুখ মানুষদের বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ৫ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে “অমর একুশে গ্রন্থকুটির ২০২৪”।
স্থান: বুদ্ধিজীবী চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তারিখ: ১৮ – ২১ ফেব্রুয়ারি, ২০২৪
স্থান: বুদ্ধিজীবী চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তারিখ: ১৮ – ২১ ফেব্রুয়ারি, ২০২৪
বাংলা সাহিত্যের এক সুবিশাল ভাণ্ডার থাকছে এবারের বইমেলায়।
=> বাংলা উপন্যাস
=> বাংলা কবিতা
=> সায়েন্স ফিকশন
=> থ্রিলার ও অ্যাডভেঞ্চার
=> ইসলামি বই
=> কমিকস
=> শিশুতোষ ও কিশোর সমগ্র
=> অলিম্পিয়াডের বই
=> মজার বই
=> বিজ্ঞানের ম্যাগাজিন
=> মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই
=> রাজনৈতিক বই
=> ইতিহাসের বই
=> বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের বই
=>সেই সাথে থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ও শিক্ষার্থীদের লিখিত বই।
=> বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ২০২৪ বইমেলার জনপ্রিয় বই সমূহ।
=> বাংলা উপন্যাস
=> বাংলা কবিতা
=> সায়েন্স ফিকশন
=> থ্রিলার ও অ্যাডভেঞ্চার
=> ইসলামি বই
=> কমিকস
=> শিশুতোষ ও কিশোর সমগ্র
=> অলিম্পিয়াডের বই
=> মজার বই
=> বিজ্ঞানের ম্যাগাজিন
=> মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই
=> রাজনৈতিক বই
=> ইতিহাসের বই
=> বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের বই
=>সেই সাথে থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ও শিক্ষার্থীদের লিখিত বই।
=> বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ২০২৪ বইমেলার জনপ্রিয় বই সমূহ।
=>বিশেষ ঘোষণা: আসন্ন “অমর একুশে গ্রন্থকুটির ২০২৪” এ নতুন বইয়ের মোড়ক উন্মোচন ব্যবস্থা থাকবে। (যোগাযোগ:01907979715)
সর্বোপরি, এই প্রযুক্তির যুগে বই বিমুখ মানুষকে বিজ্ঞান ও সাহিত্যের জোয়ারে ভেড়াতে রাবি সায়েন্স ক্লাবের এই উদ্যোগ।
আসুন সবাই মিলে বই পড়ার অভ্যাস গড়ি, একটি সুন্দর ও সুশিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখি।
সর্বোপরি, এই প্রযুক্তির যুগে বই বিমুখ মানুষকে বিজ্ঞান ও সাহিত্যের জোয়ারে ভেড়াতে রাবি সায়েন্স ক্লাবের এই উদ্যোগ।
আসুন সবাই মিলে বই পড়ার অভ্যাস গড়ি, একটি সুন্দর ও সুশিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখি।
Convener
কনভেনর,
মো.ইসমাইল হোসেন আশিক,
ফোন :019079797ই-মেইল :ismailhossainashik87@gmail.com