বিজ্ঞান আড্ডা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কেউ এসে জড়ো হতে পারে আড্ডা দিতে। কিন্তু এই আড্ডা হবে বিজ্ঞানের সবাই এসে কিছু শিখবে, কিছু না কিছু সবাই কে শিখিয়ে যাবে…আমাদের প্রথম দিনের আড্ডা হবে “কোয়ান্টিম মেকানিক্স”(Quantum Mechanics) নিয়ে।
আড্ডা হবে অতি ক্ষুদের রাজ্য নিয়ে আর রাজ্যে ঘটতে থাকা সব অদ্ভুত ঘটনা গুলো নিয়ে, যেখানে ক্লাসিকাল মেকানিক্স ও এসে ভেবাচেকা খেয়ে বসে। আড্ডা হবে কোয়ন্টাম ধারনার উৎপত্তি, কোয়ান্টাম মেকানিক((Quantum Mechanics) আমরা কেন জানব এবং অরবিটাল সম্পর্কে আমাদের ধারণার উপর।
আড্ডার প্রধান বক্তা হিসেবে থাকবেন Sagar Pande, Education & Research Secretary, RUSC.
তো সবাই চলে আসুন এই ২৮ তারিখ বিকাল ৪ টায় আমাদের আড্ডায়। আড্ডা জমবে কথা দিচ্ছি
Event Link: https://web.facebook.com/events/932002900223730/
0 Comments