রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (RUSC) প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করেছে RUSC Tree Plantation Drive 2025 .

by | Jul 6, 2025 | Events, Tree Plantation | 0 comments

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (RUSC) প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করেছে RUSC Tree Plantation Drive 2025 .

পরিবেশবান্ধব ভাবনা ও সামাজিক দায়িত্ববোধ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজন করে এবারের বৃক্ষরোপণ কর্মসূচি।

৩ জুলাই, ২০২৫(বৃহস্পতিবার), বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে( সায়েন্স ক্লাব অফিস সংলগ্ন) এই আয়োজনের উদ্বোধন করেন উক্ত প্রোগ্রামের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।
নিজ হাতে চারা রোপণের মাধ্যমে তিনি কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং বলেন –
“ক্যাম্পাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষি প্রকল্পের অধীনে যে বৃক্ষরোপণ হচ্ছে, তার সঙ্গে সায়েন্স ক্লাবের এ উদ্যোগ যুক্ত হয়ে পরিপূরক হয়ে উঠেছে। তারা যে কাজ করছে তা অবশ্যই প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতেও এধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।”

একই দিনে রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুল ও এম.আর. প্রভাত বিদ্যালয় প্রাঙ্গণেও আয়োজিত হয় বৃক্ষরোপণ কার্যক্রম। দিনব্যাপী এই কর্মসূচিতে পরিবেশ উপযোগী প্রায় ১০০০টি ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী চারা গাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

উক্ত প্রোগ্রামে ক্লাবের সাধারণ সম্পাদক রবি উস সানি স্বপন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খালিদ মাহমুদ।
ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খালিদ মাহমুদ বলেন,
“রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বরাবরই পরিবেশ, বিজ্ঞান ও সমাজ সংশ্লিষ্ট কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং গাছের গুরুত্ব সম্পর্কে টেকসই বার্তা ছড়িয়ে দেওয়া।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি স্বাগতা বৃতি রায় গুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সোলাইমানসহ অন্যান্য সদস্যবৃন্দ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রচারণা সম্পাদক ও প্রোগ্রামের আহ্বায়ক মাশরাফি জামান চৌধুরী।

শিক্ষার্থীরা গাছ পেয়ে আনন্দিত হয় এবং গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করে

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Welcome to the webpage of Rajshahi University Science Club (RUSC). To know more about it click here.