উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন !

by | Jun 21, 2024 | Others | 0 comments

আজ উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। সূর্য এইদিনে কর্কটক্রান্তি বৃত্তের ওপরে থাকে। একে বলা হয় সূর্যের উত্তরায়ণ। বছরের এই দিনেই সূর্যের দিকে বেশি হেলে থাকে উত্তর মেরু। আর দীর্ঘতম দিনের পাশাপাশি এটাই হল সবচেয়ে উত্তর গোলার্ধের ছোট রাত। অন্যদিকে আবার দক্ষিণ গোলার্ধে এদিন ঠিক উল্টো অবস্থান। সেখানে ২১ জুন দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড়।

কারণ:

পৃথিবীর অক্ষের ঝোঁক: পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে গিয়ে একদিকে ২৩.৫° হেলে থাকে। এই ঝোঁকার কারণে বছরের বিভিন্ন সময়ে সূর্য আকাশে বিভিন্ন উচ্চতায় দেখা যায়।

গ্রীষ্মকালীন অয়নান্ত: ২১ জুন, উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি হেলে থাকে। এই ঘটনাকেই বলা হয় গ্রীষ্মকালীন অয়নান্ত।

সূর্যের আলোর পতনের কোণ: এই দিনে সূর্যের রশ্মি উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি লম্বা সময় ধরে পৃথিবীর উপর পড়ে।

দিনের দৈর্ঘ্য: এর ফলে উত্তর গোলার্ধে বছরের এই দিনটি সবচেয়ে বড় দিন এবং রাত সবচেয়ে ছোট হয়।

বিভিন্ন দেশে দিনের দৈর্ঘ্যের পার্থক্য: দিনের দৈর্ঘ্য স্থানাশ্রয়ী হয়। উত্তর গোলার্ধে যত উত্তরে যাবেন, দিন তত বড় হবে।

দক্ষিণ গোলার্ধে: ২১ জুন দক্ষিণ গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাত হয়।

বাংলাদেশে: ঢাকায় ২১ জুন সূর্যোদয় হয় ৫:১২ টায় এবং সূর্যাস্ত হয় ৬:৪৮ টায়। ফলে ঢাকায় এই দিনের দৈর্ঘ্য হয় ১৩ ঘণ্টা ৩৬ মিনিট।

উৎসব: বিশ্বের অনেক সংস্কৃতিতে ২১ জুনকে বিভিন্ন উৎসবের মাধ্যমে পালন করা হয়। যেমন: মধ্যযুগীয় ইউরোপে এই দিনটিকে মিডসামার হিসেবে পালন করা হত।

পাগান সংস্কৃতিতে এই দিনটিকে সূর্য দেবতার উৎসব হিসেবে পালন করা হয়। এই সকল কারণে, ২১ জুন উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন হিসেবে পরিচিত এবং পৃথিবীর বিভিন্ন স্থানে এই দিনটি বিভিন্নভাবে উদ্‌যাপিত হয়।

লেখক : মোঃ হাচান হাওলাদার

ক্লাব পজিশন : ভাইস-প্রেসিডেন্ট

ডিপার্টমেন্ট : ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই)

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *