আগামী ২৫ এপ্রিল বিশ্ব ডিএনএ দিবস(World DNA Day)। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ৭ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে এই দিবসটি। প্রতিবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়ে থাকে।
ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ইংরেজি: DNA) একটি নিউক্লিক অ্যাসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে। সকল জীবের ডিএনএ জিনোম থাকে। ২৫ শে এপ্রিল, ১৯৫৩ সালে জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক, মরিস উইলকিনস এবং রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন দ্বৈত হেলিক্স ডিএনএ আবিষ্কার করেছিলেন। যা আবিষ্কারে দ্বারা পৃথিবীতে নাটকীয়ভাবে উন্নত হলো মেডিসিন, ফরেনসিক এবং কৃষিক্ষাত।
বিশ্ব ডিএনএ দিবসের(World DNA Day) লক্ষ্য হলো ছাত্র, শিক্ষক এবং জনসাধারণকে জিনোমিক গবেষণার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানার এবং উদযাপন করার সুযোগ দেওয়া এবং সেই অগ্রগতিগুলি কীভাবে তাদের জীবনকে প্রভাবিত করতে পারে তা অন্বেষণ করা। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই অনেক উৎসবমুখর পরিবেশে পালন করে আসছে এই দিবসটি।
এই বছর পবিত্র রমজান মাসের ছুটির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ভার্চুয়ালি দিবসটি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে বিজ্ঞান প্রেমীদের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে।সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই ভার্চুয়াল প্রোগ্রামে আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবে।
প্রোগ্রাম শিডিউল:
২৫ এপ্রিল, দুপুর ২.৩০
Key-note Speaker:
Dr. Haseena Khan
Professor,
Department of Biochemistry and Molecular Biology, University of Dhaka {Independence Day Award, 2019}
Speaker:
Md. Farhadul Islam
Associate Professor,
Department of Biochemistry and Molecular Biology,
University of Rajshahi
সেমিনারে অংশগ্রহণ করতে ফর্মটি পূরন করুন।
রেজিস্ট্রেশন ফিঃ Free রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ২৪ এপ্রিল ২০২২।
*পর্যাপ্ত অংশগ্রহণকারী হয়ে গেলে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া পূর্বেই বন্ধ করে দেয়ার অধিকার রাখে ক্লাব।
রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন,
কনভেনরঃ স্মরন জাহান সরদার
সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব
মোবাইল: 01521330650
যোগাযোগঃ প্রেসিডেন্টঃ 01778953674
সাধারণ সম্পাদকঃ 01916503270
World DNA Day Quiz Competition- 2022 Result
I’m really excited for this programme.
I want to attend this quiz
A very much informative and knowledgeable initiative… Hope for the best..
Hlw
Interested
I’m interested.
Good
Really it is a good thinking
Good initiatives
Not applicable
Good
I want to participate this session
I want to join this programme if I get this chance.
Want inspiration to learn more about DNA molecule at World DNA Day.