রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের আয়োজনে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ৮ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪’

by | Feb 2, 2025 | Events, News | 0 comments

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে ৮ম বারের মতো আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা অনুষ্ঠিত হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব। পরে মেলার স্টলগুলো পরিদর্শন করেন তিনি। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মাদ মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ক্লাবের উপদেষ্টা মণ্ডলী এবং ক্লাবের সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ।

ফিয়েস্টার উদ্বোধন ঘোষণা করে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘এটা খুব-ই ভালো উদ্যোগ। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান চর্চার যে স্পৃহা সেটা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে সায়েন্স ক্লাব অনেক ভূমিকা পালন করেছে। আশা করি সামনে আরো বড় ভূমিকা পালন করবে৷’

তিন দিনব্যাপী এই উৎসবটি গত ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে রাজশাহী সহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

টিএসসির সামনের মাঠে অর্ধশতাধিক স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্টের নিয়ে হাজির ছিলেন। এসব আবিষ্কার দেখতে বিজ্ঞান মেলায় শিশুদের নিয়ে অভিভাবকসহ আগ্রহী দর্শনার্থীরা আসেন।

এই বছর সায়েন্স ফিয়েস্টায় মোট ১৩টি সেগমেন্ট ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং, চেজ কম্পিটিশন, ফটোগ্রাফি কনটেস্ট, মোবাইল অ্যাপ আইডিয়া কম্পিটিশন, প্রজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, এআই-বেজড বিজনেস আইডিয়া কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন এবং সায়েন্টিফিক ডিবেট। এছাড়াও, অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য উন্মুক্ত ছিল বিভিন্ন ধরনের গেম সেগমেন্ট। সেইসাথে বোম্বে সুইটস এর পক্ষ থেকে ফ্রি স্ন্যাকস।

রাবি সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি বিজ্ঞানধর্মী আয়োজন করার জন্য। বাংলাদেশ থেকেই নিউটন বা বর্তমান সময়ের ইলন মাস্ক হওয়া সম্ভব। সেই সুযোগ আমাদেরকেই তৈরি করে দিতে হবে।’

এবারের মেলায় টাইটেল স্পন্সর হিসেবে ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল বিডি অ্যাপস, ব্রোঞ্জ স্পন্সর উত্তরায়ণ আমানা সিটি, স্ন্যাক্স পার্টনার যুক্ত হয়েছে বোম্বে সুইটস, লার্নিং পার্টনার ওলিন এআই, মিডিয়া পার্টনার হিসেবে যমুনা টেলিভিশন ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এবং দিনকাল, কমিউনিটি পার্টনার জেসিআই ঢাকা ওয়েস্ট।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয় এবং সেইসঙ্গে আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের ৩ দিন ব্যাপী এই ফিয়েস্টার সমাপ্তি ঘোষণা করা হয়।

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Welcome to the webpage of Rajshahi University Science Club (RUSC). To know more about it click here.