রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজন করলো অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সেমিনার

by | May 18, 2022 | Events, News, Uncategorized | 1 comment

অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব’ ‘Bangladesh AMR Response Alliance: Making Responsible Antimicrobial Usage – A Reality in Bangladesh’ শিরোনামে, আজ ১৮ ই মে ২০২২ বুধবার একটি সেমিনার আয়োজন করছে। প্রোগ্রামটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মাহমুদুল হাসান শিকদার (ন্যাশনাল টেকনিকাল এডভাইজার, ওয়ান হেল্থ, এফএও, বাংলাদেশ)। তিনি তার বক্তব্যে বলেন: “যদি আমরা সচেতন না হই, তাহলে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্টেন্স (এএমআর) এর কারণে ২০৫০ সালে প্রতি ৩ সেকেন্ড একজন মানুষের মৃত্যু ঘটবে। ডায়রিয়া, কলেরা, ক্যান্সার, টিউমার ইত্যাদি জটিল রোগের তুলনায় এএমআর এর কারণে বেশি মানুষ মারা যায়। এএমআর এ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এশিয়া মহাদেশ। এজন্য এএমআর এর ঝুঁকি রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। এন্টিবায়োটিক ব্যবহারে করতে হবে নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী। তাহলে আমরা এই ঝুঁকি থেকে রক্ষা পেতে পারি। ” প্রোগ্রামে ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থায়ী কমিটির সদস্য, আজীবন সদস্য, বর্তমান কার্যনির্বাহী কমিটি, সাধারণ সদস্য, অরগানাইজার এবং বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি আবিদ হাসান সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামটি শেষ করে।

1 Comment

  1. mokaddes Ali

    Nice

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *