Date : 22/01/2017
সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি জিকা ভাইরাস, ইবোলা ভাইরাস, সার্স ভাইরাস, নিপাহ ভাইরাস, সোয়াইন ফ্লু সংক্রমণ প্রাদুর্ভাবের খবর। এ নতুন রোগগুলো আমাদের আতঙ্কিত করে। আমরা ভেবে পাই না হঠাৎ করে এতো নতুন নতুন রোগ-ব্যাধীর জীবাণু আসলো কোত্থেকে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই নতুন রোগ প্রাদুর্ভাবের পেছনে দেখা যাচ্ছে বুনো জন্তু থেকে তাদের নিজস্ব ভাইরাস বদলে গিয়ে মানুষকে আক্রান্ত করার ক্ষমতা অর্জন করেছে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বুনো জন্তুদের বাস্তুসংস্থানে আক্রমণ করাতে এসব ঘটনা ঘটছে। আমাদের জন্য কি সামনে বড়োসড়ো ধরনের কোন মহামারী অপেক্ষা করছে?
এবারের বিজ্ঞান আড্ডায় আলোচনা হবে এই মহামারী নিয়েই। এবারের বিজ্ঞান আড্ডার বক্তা হিসেবে থাকবেন,
আরাফাত রহমান,
প্রভাষক, অণুজীববিজ্ঞান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এবং প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রশাসক, বিজ্ঞান ব্লগ
0 Comments