জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় আয়োজনে অংশ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব

by | Jul 6, 2025 | Events, News, Science Show | 0 comments

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় আয়োজনে অংশ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

১৯ জুন ২০২৫, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (ঢাকা) প্রাঙ্গণে আয়োজিত সায়েন্স শো-তে ক্লাবের পক্ষ থেকে ১০টি ব্যতিক্রমধর্মী, মজার ও শিক্ষণীয় এক্সপেরিমেন্ট প্রদর্শন করা হয়।দর্শকদের সামনে উপস্থাপিত উল্লেখযোগ্য এক্সপেরিমেন্টের মধ্যে ছিল ইনস্ট্যান্ট আইস, ভ্যানিশিং গ্লাস, লেজি বল, সিংগিং পাইপ, দৈত্যের ধোঁয়া প্রভৃতি।

এসময় সায়েন্স শো-তে উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. ইশতেহার আলী, আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি দ্বীপ অধিকারী, সাবেক সভাপতি মাসুদ, এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাহি জান্নাতি অনন্যা। তাঁদের উপস্থিতি ক্লাবের ঐক্য ও উত্তরাধিকার বহন করে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর সুকল্যান বাছাড় বলেন –
“রাবি সায়েন্স ক্লাবের শো দর্শকদের অনুপ্রাণিত করেছে; বিজ্ঞান কে যে এত প্রাণবন্তভাবে এক্সপেরিমেন্ট এর মাধ্যমে দেখানো যায় সেটি রাবি সায়েন্স ক্লাব করে দেখিয়েছে। এটি আগামী প্রজন্মের বিজ্ঞানচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।”

সায়েন্স শো পরিচালনায় নেতৃত্ব দেন ক্লাবের সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোফা ও সাধারণ সম্পাদক মো. রবি উস সানি স্বপন। সাথে প্রতিনিধি দলে ছিলেন সুলাইমান, মাহমুদুল হক ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন অন্তু এবং মোঃ সোহান তানভীর।

এই অংশগ্রহণ রাবি সায়েন্স ক্লাবের জন্য এক গর্বের ও স্মরণীয় মাইলফলক।বিজ্ঞান হোক সকলের কাছে সহজ, আনন্দদায়ক ও অনুপ্রেরণাদায়ক — এটাই আমাদের লক্ষ্য।

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Welcome to the webpage of Rajshahi University Science Club (RUSC). To know more about it click here.